যুক্তরাজ্যে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের পণ্য পরিচিতি ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে চলছে ‘মেইড ইন বাংলাদেশ-এসএমই ফেয়ার ২০২৫’। বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথ উদ্যোগে, বাণিজ্য মন্ত্রণালয় এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ১৩ ও ১৪ ডিসেম্বর দুইদিনের এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
লন্ডনের টাওয়ার হ্যামলেটস-এর টাউন হলে গতকাল মেলার উদ্বোধন করেন হাউস অফ লর্ডস-এর সদস্য বেরোনেস পলা উদ্দিন, লন্ডন বোরো অফ টাওয়ার হ্যামলেটস-এর মেয়র জনাব লুৎফর রহমান এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

মেলায় অংশগ্রহণ করছে মোট ২৭টি প্রতিষ্ঠান। এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া ১৩টি নারী-উদ্যোক্তা প্রতিষ্ঠান এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির আরও ১৪টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে স্টল দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো মূলত ঐতিহ্যবাহী হস্তশিল্প, পোশাক, খাদ্যদ্রব্য এবং অন্যান্য বাংলাদেশি পণ্য প্রদর্শন করছে। মেলার শুরু থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা-দর্শনার্থীর সমাগম দেখা যাচ্ছে।

এই দুই দিনব্যাপী আয়োজনটি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। আয়োজক ও অংশগ্রহণকারীরা বিশ্বাস করেন, লন্ডনের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের সরাসরি প্রদর্শনী এসএমই খাতের জন্য নতুন ক্রেতা তৈরি এবং রপ্তানির সুযোগ বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে, এই মেলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নারী উদ্যোক্তাদের সরাসরি আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পণ্যের মানোন্নয়নে উৎসাহিত করবে।
এছাড়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সঙ্গে যৌথ আয়োজনটি যুক্তরাজ্যে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, হস্তশিল্প এবং অর্থনৈতিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। এই মেলার মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা, বিশেষত নারী উদ্যোক্তারা, বৈশ্বিক সাপ্লাই চেইনে যুক্ত হওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছেন বলে আশা করা যাচ্ছে।







































