রবিবার । ডিসেম্বর ১৪, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ন
শেয়ার

হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে: জুলকারনাইন সায়ের


Hadi-Shooter

ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে দাবি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের জানান, হামলার সঙ্গে জড়িতরা বর্তমানে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে অবস্থান করছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। সায়েরের দাবি, হামলার মূল শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন।

তিনি আরও দাবি করেন, ভারতে তাদের অবস্থানে সহযোগিতা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব। তার তত্ত্বাবধানেই অভিযুক্তরা সেখানে অবস্থান করছে বলে উল্লেখ করেন সায়ের।

জুলকারনাইন সায়েরের ভাষ্য অনুযায়ী, হামলাটি ছিল অত্যন্ত পরিকল্পিত এবং একই ধরনের আরও হামলার জন্য একাধিক ‘হিট টিম’ সক্রিয় রয়েছে। তিনি আরও দাবি করেন, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় ফয়সাল একটির বেশি গুলি ছুড়তে পারেননি, যদিও তার পরিকল্পনা ছিল চারটি গুলি করার।

এ ছাড়া তিনি আরেক অস্ত্রধারী ক্যাডারের কথাও উল্লেখ করেন, যিনি চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মো. সাজ্জাদ। তিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে পরে জামিনে মুক্তি পান বলে দাবি করা হয়।

এ ধরনের ঘটনায় জামিনপ্রাপ্ত অস্ত্রধারীদের অবস্থান ও কর্মকাণ্ড দ্রুত যাচাই করা জরুরি বলে মন্তব্য করেন জুলকারনাইন সায়ের।