
ফাইল ছবি
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কিছু গুরুতর বিষয় তুলে ধরে ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করার পর ভারতীয় তরফ থেকে জবাব এসেছে। একই দিন সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
বিবৃতিতে ভারত সরকার জানায়, নির্বাচন বানচালে শেখ হাসিনাকে সহায়তা করছে ভারত- অন্তর্বর্তী সরকারের এমন অভিযোগ তারা ‘প্রত্যাখ্যান’ করছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়াই ভারতের প্রত্যাশা।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড পরিচালনার জন্য ভারত তাদের ভূখণ্ড কখনোই ব্যবহার করতে দেয়নি এবং ভবিষ্যতেও তা করা হবে না।
একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে নয়াদিল্লি।
উল্লেখ্য, রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় ভারতের ভূখণ্ডে অবস্থান করে তিনি বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছেন। যা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি তৈরি করছে—এমন অভিযোগের কথা বাংলাদেশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ভারতের সরকারকে জানানো হয়।





































