
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সারা দেশে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। প্রার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল ঘটনার নিন্দা জানালেও বিপরীত প্রতিক্রিয়া দেখা গেছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক অনলাইন অ্যাকটিভিস্টদের মধ্যে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ হত্যাচেষ্টার ঘটনায় ভারতের কিছু অনলাইন অ্যাকটিভিস্ট হামলাকারীকে নিজেদের ‘এজেন্ট’ দাবি করে উল্লাস প্রকাশ করেছে।
দ্য ডিসেন্ট গত তিন দিন ধরে এক্সে অনুসন্ধান চালিয়ে ভারত থেকে পরিচালিত বেশকিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছে- যারা হাদির ওপর হামলার পর উল্লাস করেছে এবং এ আক্রমণকারীদের ভারতীয় স্বার্থরক্ষাকারী ‘এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করে ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে হাদির একটি ফেসবুক পোস্ট ভুলভাবে ব্যাখ্যা করে হত্যাচেষ্টাকে ‘প্রয়োজনীয়’ বলেও মন্তব্য করেছে তারা।
ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা ও ভারতীয় ক্যাম্পেইন গ্রুপ Youth4Nation–TN Chapter-এর সাধারণ সম্পাদক মেজর (অব.) মাধান কুমার এক্সে দাবি করেন, ওসমান হাদি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করে ‘গ্রেটার বাংলাদেশ’ গড়তে চেয়েছিলেন। তার পোস্ট বিশ্লেষণে দেখা যায়, তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষে নিয়মিত প্রচারণা চালান।
অনুসন্ধানে আরও জানা গেছে, শনিবার সকাল থেকে একযোগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে একই ধরনের দাবি ছড়ানো হয়। BhikuMhatre নামে একটি অ্যাকাউন্ট #Dhurandar হ্যাশট্যাগ ব্যবহার করে হামলাকারীদের প্রশংসা করে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-কে মহিমান্বিত করে পোস্ট দেয়।
বিজেপি-ঘনিষ্ঠ উগ্র হিন্দুত্ববাদী অ্যাকটিভিস্ট ড. রাজেশ পাটিলও একাধিক পোস্টে দাবি করেন, #Dhurandar নামের এক ব্যক্তি হাদিকে তার ‘ভারতবিরোধিতার’ কারণে হত্যার সিদ্ধান্ত নেয়। India Strikes নামের আরেকটি অ্যাকাউন্টও একই বক্তব্য ছড়ায়।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা ২টা ২৪ মিনিটে পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় পেছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। হামলাকারীদের শনাক্তে পল্টন থানাসহ র্যাব, ডিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট তদন্ত ও অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।





































