সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট জাতীয় ১৫ ডিসেম্বর ২০২৫, ২:১৩ অপরাহ্ন
শেয়ার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে হাদি


Hadi

উন্নত চিকিৎসার জন্য সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে উদ্দেশে রওয়ানা করেছে এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় হাদিকে, বিমান উড্ডয়ন করে দুপুর ১টা ৫০ মিনিটে।

ওসমান হাদির সঙ্গে তার এক ভাই এবং ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি সিঙ্গাপুর যাচ্ছেন।

এর আগে এভারকেয়ার হাসপাতাল থেকে একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে হাদিকে বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দরে একটি এয়ার অ্যাম্বুলেন্স আগে থেকেই তাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য অপেক্ষায় ছিল।

অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেল তারপর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাবেন তার ভাই ওমর হাদি। সঙ্গে আরও একজন যাবেন। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।