সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
শেয়ার

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে


Anis-Alamgir

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডির একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিবি কার্যালয় থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আনিস আলমগীর জানান, ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে তাকে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।

তবে কী কারণে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সাংবাদিকতা জীবনে আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শোতে নানা বক্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।