
ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী কর্মীদের তৎপরতা। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় পর্যটন এলাকা বন্ডি বিচে সংঘটিত ভয়াবহ বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৪০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১৪ ডিসেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
এনএসডব্লিউ পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন এ ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত ও সহিংস হামলা। একই সঙ্গে এনএসডব্লিউয়ের প্রিমিয়ার ক্রিস মিন্স জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—এই হামলাটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছিল।
এনএসডব্লিউ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের একজন নিহতদের মধ্যেই রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপর এক সন্দেহভাজন হামলাকারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের তালিকায় দুজন পুলিশ সদস্যও রয়েছেন, যারা বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলের আশপাশ থেকে কয়েকটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। এসব বস্তু বিস্ফোরক বা বিপজ্জনক কি না, তা যাচাই করতে বিশেষজ্ঞ দল কাজ করছে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাজুড়ে একটি এক্সক্লুশন জোন জারি করা হয়েছে এবং সাধারণ জনগণের প্রবেশ সীমিত করা হয়েছে।
তবে এখন পর্যন্ত সিডনির অন্য কোনো এলাকায় এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আর কোনো হামলার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।









































