সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ১৫ ডিসেম্বর ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার

নির্বাচন সামনে রেখে মার্কিন নাগরিকদের জন্য ঢাকার দূতাবাসের বিশেষ পরামর্শ


US Embassy

আসন্ন সংসদীয় নির্বাচন ও জাতীয় গণভোটকে সামনে রেখে বাংলাদেশে অবস্থান করা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা পরামর্শ জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (১৫ ডিসেম্বর) এই বিশেষ নিরাপত্তা পরামর্শ জারি করা হয়।

সেখানে বলা হয়, আগামী বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ, বিক্ষোভ ও র‌্যালির পরিমাণও বাড়বে।

শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভও কখনো কখনো সংঘর্ষে রূপ নিতে পারে এবং সহিংসতার পরিস্থিতি তৈরি করতে পারে। তাই তারা সমাবেশ এড়াতে এবং যেকোনো বড় জনসমাগমের আশেপাশে বিশেষভাবে সতর্ক থাকতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

হালনাগাদ তথ্য জানতে, স্থানীয় সংবাদপত্র ও মিডিয়ায থেকে নিয়মিত আপডেট নেওয়ার পাশাপাশি ভিড় এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।