সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৫ ডিসেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
শেয়ার

গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক আনিস আলমগীরকে


Anis-Alamgir

আনিস আলমগীর। ফাইল ছবি

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার বিকেলে তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে রোববার রাতে ধানমন্ডি ২ নম্বরে একটি জিম থেকে বের হওয়ার পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। ডিবি জানিয়েছিল, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছে এবং পরে সিদ্ধান্ত জানানো হবে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন আনিস আলমগীর। তিনি দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।

উল্লেখ্য, সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ করা হয়।