সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৫ ডিসেম্বর ২০২৫, ৭:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

ওসমান হাদিকে হত্যাচেষ্টার ২ দিন পর মামলা


Hadi-Attacker

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার দুই দিন পর পল্টন থানায় মামলা হয়েছে।

থানার এক কর্মকর্তা রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে জানান, মামলার এজাহারে একজনকে আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ছয়জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতেই তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনও ভালো নয়।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রবিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আততায়ী যাতে পালাতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

এ ছাড়া রবিবার রাতে আরও তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব। তারা হলেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়া।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গুলির ঘটনার আগে ও পরে ফয়সালের সঙ্গে তাদের ঘনঘন ফোনালাপের তথ্য পাওয়া গেছে।

র‌্যাব আরও জানায়, এ ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষর করা বিপুল পরিমাণ চেকবই ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসসহ তিনজন সন্দিগ্ধ ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ChatGPT c