সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
শেয়ার

ডিসেম্বরের ১৩ দিনে রেমিট্যান্স এলো ১৫০ কেটি ৭৪ লাখ ডলার


remittance

ফাইল ছবি

চলতি ডিসেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫০ কোটি ৭৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ হাজার ৩৯১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

রবিবার (১৪ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগের মাস নভেম্বরের গড় হিসাবে একই সময়ে দেশে এসেছিল ১২৫ কোটি ২১ লাখ ১২ হাজার ৩৩৩ ডলার। আর গত বছরের ডিসেম্বরের প্রথম ১৩ দিনে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১৪ লাখ ৩০ হাজার ৬৬৬ ডলার।

প্রবাসী আয়ের খাতভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ১৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার। এ ছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ৯০ হাজার ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশে এক হাজার ৩৬৭ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। একই সময়ে গত বছরের রেমিট্যান্স ছিল এক হাজার ১৭৩ কোটি ২০ লাখ ডলার। ফলে, গত বছরের একই সময়ের তুলনায় ১৯৩ কোটি ৯০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে। অর্থবছরের হিসাবে রেমিট্যান্সের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬.৫ শতাংশ।

রেমিট্যান্স বাড়ার পেছনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা, বৈধ পথের মাধ্যমে টাকা পাঠানোর প্রতি উৎসাহ বৃদ্ধি এবং এক্সচেঞ্জ হাউজগুলোর সক্রিয় ভূমিকার বিষয়টি উল্লেখযোগ্য।