সোমবার । ডিসেম্বর ১৫, ২০২৫
বিনোদন ডেস্ক বিনোদন ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শেয়ার

বাগদান সারলেন অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা


Arjun Rampal

অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস

বলিউড অভিনেতা অর্জুন রামপাল তার সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই ব্যক্তিগত জীবনে দিলেন এক বড় সুখবর। দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর অবশেষে তিনি তার সঙ্গী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে বাগদান সেরেছেন। অভিনেতা নিজেই একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে এ খবর নিশ্চিত করেছেন।

ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখতেই পছন্দ করেন অর্জুন রামপাল। নানা জল্পনার মধ্যেই এবার তিনি তাঁদের সম্পর্কের নতুন ধাপের কথা প্রকাশ্যে আনলেন। অভিনেতা জানান, তাদের সম্পর্ক খুবই স্বাভাবিক নিয়মে এগিয়েছে।

অভিনেতা পডকাস্ট অনুষ্ঠানে বলেন, ‘আমরা এখনও বিবাহিত নই। কেউ বলতে পারে না যে ভবিষ্যতে কী হতে পারে। তবে আমাদের বাগদান হয়ে গেছে। এই অনুষ্ঠানেই প্রথম কথাটা বললাম।’

অর্জুন আরও বলেন, ‘আমাদের মধ্যে যা কিছু ঘটেছে তা খুবই স্বাভাবিক নিয়মে। আমরা এই বিষয়ে বেশি কথা বলতে চাই না। আমার মনে হয় না কারও কাছে এটাকে ন্যায্যতা দেওয়ার দরকার আছে। আমরা দু’জনেই একে অন্যকে সঠিক সিদ্ধান্ত বেছে নিতে সহায়তা করেছি।’

অর্জুন রামপালের বাগদত্তা গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়। মাত্র ১৬ বছর বয়সে তিনি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি দক্ষিণ আফ্রিকার একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেন।

ভারতে তিনি মডেলিং ও কয়েকটি সিনেমা এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি তার নিজস্ব পোশাক ব্র্যান্ড নিয়ে ব্যস্ত।

অর্জুন রামপাল এবং গ্যাব্রিয়েলা তাদের ব্যক্তিগত জীবন বরাবরই গোপন রেখেছেন, তবে নিয়মিত ইনস্টাগ্রামে তারা একে অপরের সঙ্গে কাটানো মুহূর্তের ঝলক শেয়ার করেন।

প্রসঙ্গত, অর্জুন রামপাল এর আগে মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন। মেহরের সঙ্গে তার দুই পুত্র সন্তান আছে।