রবিবার । ডিসেম্বর ১৪, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৪ ডিসেম্বর ২০২৫, ৮:২৪ পূর্বাহ্ন
শেয়ার

জুবিন গার্গের মৃত্যু: ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা, দ্রুত বিচার চান স্ত্রী গরিমা


Zubeen Garg

ভারতের আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্ত দল (এসআইটি) চারজনকে হত্যা মামলায় অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে। শুক্রবার গুয়াহাটির একটি আদালতে দাখিল করা এই চার্জশিটে জুবিন গার্গের ব্যক্তিগত সচিব সিদ্ধার্থ শর্মা ও নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তসহ মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে।

চার্জশিট অনুযায়ী, জুবিন গার্গের ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্তকেও হত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া গার্গের চাচাতো ভাই ও সাময়িক বরখাস্ত আসাম পুলিশ কর্মকর্তা সন্দীপন গার্গের বিরুদ্ধে ‘হত্যা নয় এমন দায়যুক্ত নরহত্যা’র অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান জুবিন গার্গ। তিনি সেখানে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে অংশ নিতে গিয়েছিলেন।

এ ঘটনায় জুবিন গার্গের দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) নন্দেশ্বর বরা ও প্রাবিন বাইশ্যার বিরুদ্ধেও ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩১(সি) ধারায় অভিযোগ আনা হয়েছে। এই ধারা বিশ্বস্ততার অপব্যবহার ও অর্থ আত্মসাতের সঙ্গে সম্পর্কিত। এখন পর্যন্ত এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে এসআইটি। তদন্তে ৩০০ জনের বেশি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন স্পেশাল ডিজিপি এম পি গুপ্তা।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আসামবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। তিনি জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই এসআইটি চার্জশিট দাখিল করেছে। মুখ্যমন্ত্রীর ভাষ্য, “জুবিন গার্গের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব আমরা নিয়েছিলাম এবং রেকর্ড সময়ের মধ্যেই আদালতে চার্জশিট জমা দিয়ে তা বাস্তবায়ন করা হয়েছে।” তিনি আগেই দাবি করেছিলেন, জুবিন গার্গের মৃত্যু ছিল ‘সরাসরি হত্যা’।

জুবিন গার্গের স্ত্রী গরিমা গার্গ চার্জশিট দাখিলকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে দায়ের করা এফআইআরের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছিল এবং তদন্ত প্রত্যাশিত পথেই এগিয়েছে। তিনি আরও বলেন, “এখন সবকিছু বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। আমরা দেশের বিচারব্যবস্থার ওপর আস্থা রাখি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

গরিমা গার্গ জানান, মুখ্যমন্ত্রী দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের জন্য প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানাবেন বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “আমরা চাই এই মামলার দ্রুত নিষ্পত্তি হোক। জুবিন গার্গের মতো একজন মানুষকে হত্যা করা হয়েছে- এতে আমাদের পরিবার ভেঙে পড়েছে, পুরো আসামবাসী মর্মাহত। সবাই চায় অপরাধীরা শাস্তি পাক।”

সূত্র: ডিএনএ ইন্ডিয়া