
বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ডিজনির অ্যানিমেশন ছবি ‘জুটোপিয়া টু’। মুক্তির মাত্র ১৭ দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন মার্কিন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে, যা পারিবারিক অ্যানিমেশন ছবির মধ্যে দ্রুততম।
এ পর্যন্ত উত্তর আমেরিকায় ছবিটির আয় প্রায় ২৩২ মিলিয়ন ডলার, আন্তর্জাতিক বাজারে প্রায় ৭৫৩ মিলিয়ন ডলার- মোট আয় প্রায় ৯৮৬ মিলিয়ন ডলার। চলতি বছরে এটি তৃতীয় ছবি হিসেবে ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করল।
চীনের বাজারে ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে; সেখানে আয় হয়েছে প্রায় ৪৩০ মিলিয়ন ডলার, যা দেশটিতে বিদেশি ছবির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত ছবিটি সমালোচক ও দর্শক- দুই পক্ষেরই প্রশংসা কুড়িয়েছে।








































