
এই চুক্তির মধ্য দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে তার এক নতুন অধ্যায়ের সূচনা হলো
মালদ্বীপের ছুটি শেষে দেশে ফিরেই বড়সড় চমক দিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মের ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অর্থাৎ, বড় পর্দার গ্ল্যামারাস মিমকে এবার দেখা যাবে অনলাইন স্ট্রিমিংয়ের নতুন এক গল্পে।
১৩ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মিম। এই চুক্তির মধ্য দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে তার এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
নাম চূড়ান্ত না হওয়া এই চরকি অরিজিনাল ফিল্মটি পরিচালনা করছেন নির্মাতা কাজী আসাদ, যিনি এর আগে চরকির জন্য নির্মাণ করেছিলেন আলোচিত সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’। কাজী আসাদ জানিয়েছেন, এটি একটি আবেগনির্ভর (ইমোশনাল) গল্প।
চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী ও গ্ল্যামারাস অভিনেত্রী। আমরা তাকে সাধারণত গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটা হচ্ছে,এই গ্ল্যামারের বাইরেও তাকে ভেঙে একেবারে নতুন ধরনের চরিত্রে কীভাবে উপস্থাপন করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটাই নিয়েছি।
দীর্ঘদিন পর নতুন কাজে যুক্ত হওয়ার কারণ হিসেবে মিম গল্পের ওপরই জোর দিয়েছেন। তিনি বলেন, অনেকে জিজ্ঞেস করেন, কাজ কম করছি কেন। কাজের প্রস্তাব তো অনেক আসে, কিন্তু গল্প বা আনুষঙ্গিক বিষয়গুলো মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং আমি চরকিতে তাঁর আগের কাজ দেখলাম, তখনই মনে হলো, এই কাজটা করা দরকার।
এই চরকি অরিজিনাল ফিল্মের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে মিমের নতুন যাত্রা শুরু হলো। একইসঙ্গে তিনি আগাম সুখবর দিয়ে রেখেছেন, ২০২৬ সালে তার আরও কিছু নতুন কাজের ঘোষণা আসবে।








































