
ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিজয়ের গৌরবময় ইতিহাস স্মরণে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এসব স্মারক অবমুক্ত করা হয়।
এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্মারক ডাকটিকিট হলো এমন এক ধরনের ডাকটিকিট, যা কোনো বিশেষ ব্যক্তি, ঐতিহাসিক ঘটনা, গুরুত্বপূর্ণ বার্ষিকী বা কোনো দেশীয় ঐতিহ্যকে স্মরণীয় করে রাখতে সীমিত সময়ের জন্য প্রকাশ করা হয়। স্মারক ডাকটিকিট সাধারণ ডাকটিকিটের চেয়ে ভিন্ন এবং প্রায়শই বিশেষ নকশা ও তথ্য বহন করে। এটি শুধু ডাক মাসুল হিসেবে নয়, বরং জাতির ইতিহাস ও সংস্কৃতির ধারক হিসেবেও কাজ করে।



































