
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান ক্লাং লামা এলাকার একটি বিদেশি নাগরিক অধ্যুষিত স্থানে বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৬টি দেশের মোট ৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান।
তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং টানা দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সোমবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের ৯৯ জন কর্মকর্তা অংশ নেন।
অভিযানকালে মোট ১৩১ জন বিদেশি ও স্থানীয় নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৮২ জন পুরুষ ও ৩৪ জন নারী বিদেশি নাগরিক এবং ১৫ জন স্থানীয় নাগরিক ছিলেন। যাচাই শেষে বৈধ ভিসা বা ভ্রমণ নথিপত্র না থাকায় বাংলাদেশিসহ নাইজেরিয়া, ইয়েমেন, সিরিয়া, সোমালিয়া, গিনি-বিসাউ, সিয়েরা লিওন, লাইবেরিয়া, মালি, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের নাগরিকদের আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং বৈধ কাগজপত্র না রাখার অভিযোগে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
জাকারিয়া শাবান আরও বলেন, আটক অবৈধ অভিবাসীরা মেয়াদোত্তীর্ণ পাস ব্যবহার করে খোলা জায়গা ও খাবারের দোকানে ছোটখাটো ব্যবসা চালাতেন এবং এলাকাটিকে গভীর রাত পর্যন্ত বিনোদনকেন্দ্রে পরিণত করেছিলেন।
আটক সবাইকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য কেএলআইএ ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। একইসঙ্গে অভিযানের সময় একটি রেস্তোরাঁর মালিককে সাক্ষী হিসেবে সমন জারি করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, মালয়েশিয়ার আইন লঙ্ঘনকারী কোনো বিদেশি নাগরিকের প্রতি তারা কোনো ছাড় দেবে না। পাশাপাশি অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।







































