বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
শেয়ার

প্রদীপ্ত পঁচিশে পাঞ্জেরী


Panjeree

পথচলার ২৫ বছর পূর্ণ করেছে পাঞ্জেরী

তিন দশকেরও বেশি সময় ধরে দেশের সৃজনশীল ও মননশীল সাহিত্য, একাডেমিক ও শিক্ষাবিষয়ক প্রকাশনায় নিরবচ্ছিন্ন অবদান রেখে চলেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। প্রকাশনা ও মুদ্রণ জগতের অভিজ্ঞ ব্যক্তিত্ব, প্রকাশক কামরুল হাসান শায়কের নেতৃত্বে প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩২ বছরের পথচলায় দেশের প্রকাশনা শিল্পে একটি সুদৃঢ় ও সম্মানজনক অবস্থান তৈরি করেছে।

মূলত ১৯৯৩ সালের ১৯ নভেম্বর যাত্রা শুরু করা পাঞ্জেরী পাবলিকেশন্স। এরপর ২০০০ সালের ১৭ ডিসেম্বর প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে। সেই হিসেবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্ণ করলো। রজত জয়ন্তী উপলক্ষে এক শুভবার্তায় দেশের লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, পাঠক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রকাশক কামরুল হাসান শায়ক।

কামরুল হাসান শায়ক বলেন, ‘আমরা একটি স্বপ্ন বিনির্মাণে বিভোর হয়েছিলাম। সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে সবাইকে যদি উজ্জীবিত করতে না পারতাম, তবে হয়তো পাঞ্জেরীর জন্মই হতো না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রকাশনা খাতের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন থেকেই পাঞ্জেরী পাবলিকেশন্সের জন্ম। ১৯৯৩ সালে যাত্রা শুরু করে ২০০০ সালে এটি একটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। আজ লিমিটেড কোম্পানি হিসেবে পাঞ্জেরীর ২৫ বছর পূর্তি উদযাপন করছি – যা আমাদের জন্য গর্বের, আনন্দের এবং একই সঙ্গে দায়িত্বেরও।’

প্রকাশনাশিল্পের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কামরুল হাসান শায়ক বলেন, ‘জন্মলগ্ন থেকেই পাঞ্জেরী পাবলিকেশন্স ট্রেড পাবলিশিং, এডুকেশনাল পাবলিশিং ও একাডেমিক পাবলিশিং- এই তিনটি ক্ষেত্রকে কেন্দ্র করে গবেষণা ও সুপরিকল্পিত উদ্যোগে এগিয়ে চলেছে। এতে শুধু পাঞ্জেরীর অবস্থানই সুদৃঢ় হয়নি, বরং বাংলাদেশের প্রকাশনা শিল্পকে একটি উজ্জ্বল ও আন্তর্জাতিক মানসম্পন্ন পর্যায়ে পৌঁছে দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। আমাদের পেশাদারিত্ব ইতোমধ্যে লেখক ও পাঠক সমাজের আস্থা অর্জন করেছে, যা আমাদের নিরন্তর প্রেরণা জোগাচ্ছে।’

বাংলাদেশ সরকারের ‘সবার জন্য শিক্ষা’ কর্মসূচির গর্বিত বেসরকারি অংশীদার হিসেবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “সবার জন্য শিক্ষা” উদ্যোগ এবং ইউনেস্কো প্রণীত “সবার জন্য বই” কর্মসূচি বাস্তবায়নে পাঞ্জেরী পাবলিকেশন্স সক্রিয় অংশীদার হতে চায়। এই পথচলায় সকলের সহযোগিতা ও সমর্থন আমরা একান্তভাবে প্রত্যাশা করি।’