
ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শনিবার সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে। এবার রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া হবে। প্রতি বছর আট বিভাগে পরীক্ষা হলেও এবার কমিয়ে চার বিভাগীয় শহরে আয়োজন করা হয়েছে।
এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনকারীর সংখ্যা কমেছে। গত বছর যেখানে ৪০ হাজার ৯৭৩ জন আবেদন করেছিলেন, এবার আবেদন করেছেন ৩৪ হাজার ৬২ জন। ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী থাকছেন ৩৩ জন, যা গত বছরের ৩৯ জনের তুলনায় কম।
ইউনিটটিতে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন নির্ধারিত।
এদিকে পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্রে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষায় অংশ নিতে হলে সঙ্গে রাখতে হবে প্রবেশপত্র ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি। প্রশ্নপত্র ও উত্তরপত্রের সকল লেখায় কেবল কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে; পেন্সিল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
এ ছাড়া পরীক্ষার হলে ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লুটুথসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে কারও কাছে এসব ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি পরীক্ষা তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।









































