
ছবি: সংগৃহীত
অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের দিকে পদযাত্রা শুরু করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৭ ডিসেম্বর) সকালে তারা এই পদযাত্রা বের করে।
এর আগে, শনিবার এক বিজ্ঞপ্তিতে এই পদযাত্রা ও অবস্থান কর্মসূচির কথা জানানো হয়।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানায়, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতেই তারা এই কর্মসূচি পালন করছে। গত সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত আইনের খসড়ার ওপর মতামত নেয়। পরবর্তীতে অক্টোবর ও নভেম্বরে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের সঙ্গে কয়েক দফা বৈঠকও অনুষ্ঠিত হয়।
তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, এতকিছুর পরও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ জারির কোনো গতি দেখা যাচ্ছে না। এর ফলে পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় রয়েছেন প্রায় দেড় লাখ শিক্ষার্থী। এই অনিশ্চয়তা দূর করতে তারা রাষ্ট্রপতির কাছে অধ্যাদেশ জারির জোর দাবি জানাচ্ছেন।
আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান জানান, বহুদিন ধরে প্রক্রিয়াটি ঝুলে থাকায় তারা পরিচয় সংকটে ভুগছেন। তাই রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারির এক দফা দাবিতে তারা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করছেন।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্তের কথা জানায়।









































