
ইফতেখার জামিল ফুয়াদ। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউএম) থেকে ‘ওভারঅল বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করে দেশের সুনাম বাড়িয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইফতেখার জামিল ফুয়াদ। রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ৪১তম সমাবর্তনে এ সম্মাননা লাভ করেন তিনি।
শনিবার (৬ ডিসেম্বর) শুরু হওয়া এ সমাবর্তন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত, যেখানে অংশ নিচ্ছেন প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী। তাদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয় ও ফ্যাকাল্টি—দুই পর্যায়েই শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্বীকৃতি পেয়েছেন ঢাকার লালবাগের বাসিন্দা ফুয়াদ। সিজিপিএ এবং সহপাঠক্রমিক কার্যক্রমে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনকারীদেরই এ পুরস্কার দেওয়া হয়।
ফিকহ ও উসুল আল-ফিকহ (ইসলামী জ্ঞান ও ঐতিহ্য) বিভাগে স্নাতক সম্পন্ন করা ফুয়াদের এ সাফল্যকে তার অধ্যবসায়, শৃঙ্খলতা এবং জ্ঞানচর্চায় অঙ্গীকারের প্রতিফলন বলে উল্লেখ করেছে বিভাগীয় কর্তৃপক্ষ।
ফুয়াদের এ অর্জনে অভিনন্দন জানিয়ে বিভাগ জানিয়েছে, তার এই কৃতিত্বে তারা অত্যন্ত গর্বিত। ভবিষ্যতে তার জ্ঞান, চরিত্র ও উম্মাহর সেবায় আরও সফলতা কামনা করেছে তারা। এই সম্মাননা অর্জনের পর ফুয়াদ তার পরিবার, শিক্ষক, মেন্টর এবং বন্ধুদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।









































