
ফাইল ছবি
দশম গ্রেডসহ তিন দফা দাবি তুলে ধরায় নেতৃত্ব দেওয়া পাঁচ শিক্ষক নেতা, দেশের বিভিন্ন জেলার আরও ৪২ জন সহকারী শিক্ষক ও একজন প্রধান শিক্ষককে বদলি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার জারি হওয়া এ আদেশের পর আন্দোলনরত শিক্ষকরা রাতেই তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিবৃতিতে জানানো হয়, নৈতিকতা ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রোববার থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। পরীক্ষাকালীন তালাবদ্ধ কর্মসূচি স্থগিত থাকবে।
তারা জানান, পরীক্ষার পর আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিন দফা দাবিতে শিক্ষকরা ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি, ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ২ ডিসেম্বর থেকে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন পালন করছিলেন।









































