
বাংলাদেশের প্রথম ডিজাইনভিত্তিক ও সাংস্কৃতিক–সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি পরিদর্শন করেছেন চীনের হোংহ্য ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ছেন চি ইয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইন্টার-ডিপার্টমেন্টাল একাডেমিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং ক্রেডিট ট্রান্সফারসহ বিভিন্ন সম্ভাব্য সহযোগিতার দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই আলম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য ও কর্মকর্তাবৃন্দ, কনফুসিয়াস ইন্সটিটিউট ক্লাসরুমের শিক্ষক–শিক্ষার্থী এবং চীনা শিক্ষার্থী প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আধুনিক ল্যাবরেটরি ও লাইব্রেরি ঘুরে দেখেন।
বাংলাদেশে একটি বিশেষায়িত ও কর্মমুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অর্জন, শিক্ষার মান ও সৃজনশীল পরিবেশের প্রশংসা করেন তারা।









































