রবিবার । ডিসেম্বর ১৪, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৪ ডিসেম্বর ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি নিয়ে নতুন কোনো তথ্য নেই


khaleda-zia

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ছবি

দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি নিয়ে নতুন কোনো তথ্য জানায়নি তাঁর মেডিক্যাল বোর্ড। শনিবারও এ বিষয়ে কোনো হালনাগাদ দেওয়া হয়নি। তবে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত চিকিৎসা গাইডলাইন মেনে তাঁর চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বোর্ড।

মেডিক্যাল বোর্ডের তথ্যমতে, আগের মতোই তাঁকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। কিডনি বিকল থাকায় নিয়মিত ডায়ালিসিস চলছে এবং গুরুতর সংক্রমণের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি রক্তক্ষরণ ও অন্যান্য জটিলতার কারণে নিয়মিত রক্ত ও রক্তজাত উপাদান দেওয়া হচ্ছে।

এদিকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিল অব্যাহত রেখেছেন। নেতাদের মতে, তাঁর সুস্থতা দেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।