
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা বিশেষজ্ঞদের একটি উচ্চপদস্থ দল।
পরিদর্শনকালে ডাকসুর ভিপি সাদিক কায়েম চীনা রাষ্ট্রদূতকে গতবছরের ‘জুলাই গণঅভ্যুত্থানে’র বিভিন্ন স্থিরচিত্র, আন্দোলনে নিহতদের স্মৃতিচিহ্ন এবং বিভিন্ন কক্ষ ঘুরিয়ে দেখান। ডাকসুর নির্বাহী পরিষদের সদস্যের সঙ্গেও পরিচয় করিয়ে দেন তিনি।
পরিদর্শন শেষে ডাকসুর সভাকক্ষে ভিপি সাদিক কায়েম চীনা রাষ্ট্রদূত ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ইয়াং হুই ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভায় চীনা রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও গুরুত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে চীন ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম ও বিনিময়ের সুযোগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।







































