মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
শেয়ার

চীনের রাস্তায় নামছে লেভেল–৩ চালকবিহীন গাড়ি


car china

লেভেল–৩ প্রযুক্তিতে নির্দিষ্ট পরিস্থিতিতে গাড়ি নিজেই চালাতে পারে

প্রথমবারের মতো লেভেল–৩ অটোনোমাস যানবাহনকে সড়কে চলার অনুমতি দিয়েছে চীন। সোমবার (১৫ ডিসেম্বর) দুটি বৈদ্যুতিক সেডান মডেলের জন্য এই অনুমোদন দেওয়া হয়—যা দেশটির স্বচালিত যান খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুমোদনপ্রাপ্ত মডেল দুটি তৈরি করেছে চীনের ছাংআন অটোমোবাইল এবং বেইআইসি মোটরের ব্র্যান্ড আর্কফক্স।

ছাংআনের গাড়িটি একক লেনে সর্বোচ্চ ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম। এটি দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং শহরের নির্দিষ্ট মহাসড়ক ও নগর এক্সপ্রেসওয়ে অংশে চলাচলের অনুমতি পেয়েছে।

অন্যদিকে আর্কফক্সের গাড়িটি বেইজিংয়ের নির্ধারিত মহাসড়ক ও নগর এক্সপ্রেসওয়ে অংশে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে।

স্বচালিত প্রযুক্তিকে লেভেল–০ থেকে লেভেল–৫ পর্যন্ত ছয়টি স্তরে ভাগ করা হয়। স্তর যত উঁচু, প্রযুক্তি তত বেশি উন্নত। লেভেল–২ সহায়ক ড্রাইভিং ব্যবস্থায় গাড়ি স্টিয়ারিং ও গতি নিয়ন্ত্রণ করতে পারলেও চালককে সার্বক্ষণিক রাস্তার দিকে নজর রাখতে হয়। তবে লেভেল–৩ প্রযুক্তিতে নির্দিষ্ট পরিস্থিতিতে গাড়ি নিজেই চালাতে পারে।

এদিকে পনি এআই ও উইরাইডের মতো স্বচালিত প্রযুক্তি উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলো চীনের বিভিন্ন শহরে স্থানীয় সরকারের অনুমতিতে লেভেল–৪ গাড়ির পরীক্ষা চালাচ্ছে। অন্যদিকে টেসলার ‘ফুল সেলফ-ড্রাইভিং’ ব্যবস্থা চীনে এখনও লেভেল–২ হিসেবেই বিবেচিত এবং সীমিত পরিসরে অনুমোদন পেয়েছে।

সূত্র: সিএমজি