
চলতি বছর বড় এআই মডেলগুলোতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে দেশটিতে
২০২৫ সালের শেষ নাগাদ চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের আকার ১৭০ বিলিয়ন মার্কিন ডলার (১.২ ট্রিলিয়ন ইউয়ান প্রায়) ছাড়িয়ে যাবে।
সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত একটি শিল্প ফোরামে দেশটির শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিভুক্ত চায়না একাডেমি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি এ দাবি করেছে।
প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছর বড় এআই মডেলগুলোতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এআই মডেলগুলোর ভাষা এবং বহু-মাধ্যম বোঝার ক্ষমতা যথাক্রমে ৩০ শতাংশ এবং ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে রোবোটিক্সের সঙ্গে একীভূত করা ‘এমবডিয়েড ইন্টেলিজেন্স’ খাতেও দ্রুত সম্প্রসারণ লক্ষ্য করা গেছে। এই খাতে ইতিমধ্যেই ৪০ বিলিয়ন ইউয়ানেরও বেশি বিনিয়োগ এসেছে এবং প্রায় ৩৫০টিরও বেশি কোম্পানি এই নতুন প্রযুক্তির সাথে যুক্ত হয়েছে।








































