
ছবি: সংগৃহীত
প্যারিস সেন্ট জার্মেইরের (পিএসজি) কোচ লুইস এনরিকেকে ফিফা দ্য বেস্ট পুরুষ কোচ হিসেবে নির্বাচিত করা হয়েছে। মিকেল আর্তেতা, হান্সি ফ্লিক, এনজো মারেস্কা ও আর্নে স্লটকে পেছনে ফেলে এই স্বীকৃতি জিতেছেন স্প্যানিশ কোচ। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের জন্য বর্ষসেরা কোচের পুরস্কার।
২০২৪–২৫ মৌসুমে পিএসজিকে ঘরোয়া তিনটি শিরোপা এবং প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে সাহায্য করার জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে। এর আগে ২০১৫ সালে তিনি প্রথমবার ফিফার বর্ষসেরা কোচ হন এবং গত সেপ্টেম্বরে ব্যালন ডি’অরও জিতেছিলেন।
নারী বিভাগের ফিফা সেরা কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান। গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে শিরোপা জেতানোর কৃতিত্বে ভিগমান এই পুরস্কার অর্জন করেছেন, যা তার ক্যারিয়ারের পঞ্চম ফিফা সেরা কোচের স্বীকৃতি। পুরস্কার ঘোষণার পর ভিডিও বার্তায় তিনি বলেন, ‘দোহায় থাকতে না পারায় দুঃখিত, তবে অংশ নেওয়ায় আনন্দিত।’











































