বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২


Road accident

ফাইল ছবি

সিলেটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জেলার গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর মেইন রোডে ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামের জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) এবং নারাপিং গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)।

এ ঘটনায় আহত হয়েছেন বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (২০)।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেল সিলেটমুখী এবং অপরটি জকিগঞ্জমুখী ছিল। সংঘর্ষের সময় দুই মোটরসাইকেলে মোট চারজন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আহাদ ও সাব্বির আহমদকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।