মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৬ ডিসেম্বর ২০২৫, ৯:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

টানা ছয় দিন ধরে ৯ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা


tetulia

ফাইল ছবি

হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত বিরাজ করছে। টানা ছয় দিন ধরে এখানকার তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে থাকায় প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগের দিন সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।

পঞ্চগড় ও আশপাশের জেলাগুলোতে কয়েক দিন ধরেই হিমালয় থেকে আসা হিমেল বাতাস বইছে। সকালে সূর্যের দেখা মিললেও তেমন উষ্ণতা নেই। রাত ও ভোরের কনকনে ঠান্ডায় গ্রামগঞ্জের মানুষ ভারী শীতের কাপড় পরে বের হচ্ছেন।

গত কয়েক দিনে শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। দিনের বেলায় কিছুটা রোদ থাকলেও শীতের প্রকোপ কমছে না।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোর বহির্বিভাগে শীতজনিত রোগীর ভিড়ও বাড়ছে। প্রতিদিনই শিশু ও বৃদ্ধসহ অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

তেঁতুলিয়া সদরের ভ্যানচালক সুজন ইসলাম বলেন, কনকনে শীতে সকালে ভ্যান নিয়ে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। এতে আমাদের মতো মানুষের দুর্ভোগ বেড়েছে।

পাথর শ্রমিক মিজানুর রহমান জানান, হিমশীতল পানিতে সকালে পাথর তুলতে খুব কষ্ট হয়। পরিবারের কথা ভেবেই এই ঠান্ডার মধ্যেও মহানন্দা নদীতে নামতে হয়।

তেঁতুলিয়ার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ছয় দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯ ডিগ্রির আশপাশে রয়েছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সামনে তাপমাত্রা আরও কমতে পারে।