বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
এন্টারটেইনমেন্ট ডেস্ক বিনোদন ১৮ ডিসেম্বর ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
শেয়ার

কস্টিউম ডিজাইনার্স গিল্ডের বিশেষ সম্মাননায় কেট হাডসন


kate Hudson

হলিউড হার্টথ্রব কেট হাডসন

কেট হাডসনের অভিনয় মানেই শুধু জাদুকরী সংলাপ বা আবেগের বহিঃপ্রকাশ নয়; তার অভিনয়ের সঙ্গে সবসময়ই গভীরভাবে জড়িয়ে থাকে পোশাকের ভাষা, চরিত্রের অন্তর্গত রং এবং সময়ের নিখুঁত স্পর্শ। পর্দায় যে চরিত্রগুলো দর্শকদের মনে দীর্ঘদিন দাগ কেটে থাকে, তার নেপথ্যের কারিগর কস্টিউম ডিজাইনারদের সৃজনশীল অবদানকে সম্মানিত করতেই প্রতি বছর ‘স্পটলাইট অ্যাওয়ার্ড’ প্রদান করে কস্টিউম ডিজাইনার্স গিল্ড। সেই মর্যাদাপূর্ণ তালিকায় এবার সগৌরবে যুক্ত হলো হলিউড হার্টথ্রব কেট হাডসনের নাম।

এর আগে এই বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন অ্যামি অ্যাডামস, কেট ব্ল্যাঞ্চেট, শার্লিজ থেরন, অ্যান হ্যাথাওয়ে এবং সর্বশেষ জো সালদানার মতো বিশ্বখ্যাত তারকারা। এবার সেই অভিজাত সারিতে স্থান করে নিলেন হাডসন।

পুরস্কার ঘোষণার প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, চরিত্রের আত্মা খুঁজে পেতে পোশাকের ভূমিকা অপরিসীম। তার পুরো ক্যারিয়ারে কস্টিউম ডিজাইনাররা ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সৃজনশীল সহযোগী, যারা প্রতিটি চরিত্রকে স্রেফ পর্দায় নয় বরং গভীর অনুভূতিতে বাঁচিয়ে তুলেছেন।

kate Hudson

ক্যারিয়ারের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, প্রখ্যাত ডিজাইনার বেটসি হেইম্যান ও ক্যারেন প্যাচের সঙ্গে কাজ করা ছিল তার অভিনয়জীবনের অন্যতম সমৃদ্ধ অভিজ্ঞতা। হাডসনের মতে, কস্টিউম ডিজাইনাররা আসলে একেকজন নিপুণ গল্পকার, যারা প্রতিটি চরিত্রে শিল্প আর হৃদয়ের ছাপ রেখে যান যা একজন অভিনেতাকে ভেতর থেকে অনুপ্রাণিত করে।

আসছে ১২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ‘দ্য এবেল অব লস অ্যাঞ্জেলেস’-এ একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে কেট হাডসনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। 

একই অনুষ্ঠানে চলচ্চিত্র, ফ্যাশন ও গল্পের অনন্য মেলবন্ধনে নয়টি বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বর্তমানে এই প্রতিভাময়ী অভিনেত্রী ব্যস্ত রয়েছেন পরিচালক ক্রেইগ ব্রুয়ায়ের মিউজিক্যাল ড্রামা ‘সং সং ব্লু’ সিনেমার কাজ নিয়ে। ফোকাস ফিচার্স প্রযোজিত এই ছবিতে হিউ জ্যাকম্যানের বিপরীতে আর্নেস্তো মার্টিনেজ নামের এক পারফর্মারের ভূমিকায় তাকে নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকরা।