
নচিকেতা চক্রবর্তীI ছবি: সংগৃহীত
দুই বাংলার প্রতিবাদী গানের কণ্ঠ নচিকেতা চক্রবর্তী আবারও আলোচনায়। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে হার্টে দুটি স্টেন্ট বসানোর পর সুস্থ হয়ে ওঠা এই শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ও দীর্ঘ লেখায় নিজের ক্ষোভ ও জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরার পরই ফেসবুকে একটি ভিডিও বার্তার ক্যাপশনে নচিকেতা লেখেন— ‘মৃত্যু মস্ত ফাঁকি’। এরপর নিজের জীবনের নানা সময়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, এটি তার জীবনের প্রথম ঘটনা নয়।
নচিকেতার ভাষ্য অনুযায়ী, ১৫ বছর বয়সে বাইক দুর্ঘটনায় কোমায় যাওয়া, ১৬ বছর বয়সে পাতাল রেলের টানেলে ডুবে যাওয়ার উপক্রম, ২০ বছর বয়সে পুলিশের গুলির ঘটনায় অল্পের জন্য বেঁচে যাওয়া, এমনকি শৈশবের নানা ঝুঁকিপূর্ণ ঘটনার মধ্য দিয়েও তিনি বারবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছেন। ৪৭ বছর বয়সে দিল্লিতে অস্ত্রোপচার এবং সর্বশেষ ২০২৫ সালে হৃদরোগ—সব ক্ষেত্রেই জীবন ফিরে পেয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যু নিয়ে গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে নচিকেতা লেখেন, ‘আবারও বেঁচে এলাম, হয়তো ভুল হয়ে গেছে ক্ষমা করবেন। এবার আপনারা মৃত্যু ঘোষণা করলেই কথা দিচ্ছি, মরে যাওয়ার চেষ্টা করব—অন্তত আপনাদের মান রাখতে।’
সব মিলিয়ে হাসপাতাল থেকে ফেরার পর নিজের মৃত্যুসংবাদ ছড়ানো এবং তা নিয়ে অযথা আলোচনায় ক্ষুব্ধ হয়েই এমন মন্তব্য করেছেন ৬১ বছর বয়সী এই শিল্পী—এমনটাই মনে করছেন অনেকে।
সময় বদলালেও নচিকেতা চক্রবর্তীর গান, প্রতিবাদী কণ্ঠ আর স্পষ্ট বক্তব্য আজও শ্রোতাদের কাছে সমান প্রাসঙ্গিক। তাই তিনি কেবল একজন সংগীতশিল্পী নন, বহু মানুষের কাছে তিনি এখনো প্রতিবাদের এক শক্তিশালী চেতনার নাম।









































