বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:১৩ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর বিবৃতিতে যা জানাল ভারত


India Bangladesh

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ বুধবার ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এ বিষয়ে উদ্বেগ জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকায় নিরাপত্তা পরিবেশের অবনতির বিষয়ে ভারতের তীব্র উদ্বেগের কথা কূটনৈতিকভাবে অবহিত করা হয়েছে। বিশেষ করে কিছু চরমপন্থী উপাদানের কার্যকলাপের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়, যারা ঢাকায় ভারতীয় মিশনের আশপাশে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার কথা প্রকাশ করেছে বলে দাবি ভারতের।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে উগ্রবাদের তৈরি মিথ্যা বর্ণনা ভারত প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হতাশা প্রকাশ করে বলা হয়, এ বিষয়ে এখনো সম্পূর্ণ তদন্ত হয়নি এবং ভারতকে প্রাসঙ্গিক তথ্যও জানানো হয়নি।

ঢাকায় ভারতীয় মিশন ও কূটনৈতিক পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত হবে- এ আশা ব্যক্ত করে ভারত জানিয়েছে, বাংলাদেশের জনগণের সঙ্গে দেশটির ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ়। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ওপরও গুরুত্ব আরোপ করে দিল্লি।

এর আগে গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিন দিনের মাথায় এবার দিল্লি তলব করল বাংলাদেশের হাইকমিশনারকে।