বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৭ ডিসেম্বর ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা


JP

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। বুধবার রাজধানীতে কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। একই দিন কাকরাইল কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাপা, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

দল থেকে বহিষ্কৃত সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও ২০০১ সালে রংপুর-৬ আসনে জয়ী নুর মোহাম্মদ মণ্ডলকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। আরও দলছুট নেতাদের ফেরানোর উদ্যোগ চলছে বলেও জানা গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ নভেম্বর।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় টানা তিনবার নির্বাচনে অংশ নেওয়া জাপা এবার লেভেল প্লেয়িংয়ের অভাব নিয়ে শঙ্কা প্রকাশ করলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে— পরিস্থিতি অনুকূলে থাকলে নির্বাচনে অংশ নেবে জাপা।