বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
শেয়ার

যুগ্ম সচিবকে গাড়ির মধ্যে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের


Awal

গাড়িচালক আবদুল আউয়াল

ঢাকার বিভিন্ন এলাকা ঘুরিয়ে সরকারি যুগ্ম সচিবকে জিম্মি করার ঘটনায় আটক হয়েছেন তারই গাড়িচালক। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা গাড়িতে আটকে রাখার পর আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পনা কমিশনের সামনে তাকে আটক করে।

জিম্মি হওয়া কর্মকর্তা মাকসুদা হোসেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে কর্মরত। তার গাড়িচালক আবদুল আউয়াল (৪০) দুই মাস ধরে তার গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার সময় চালক ছয় লাখ টাকা দাবী করেন, তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা চেয়েছিলেন। কর্মকর্তার কাছে তখন নগদ টাকা না থাকার কারণে ঘটনার উত্তেজনা বাড়ে।

মাকসুদা হোসেন জানান, চালক মুঠোফোন কেড়ে নিয়ে গাড়ির দরজা লক করে তাকে বিভিন্ন রাস্তায় ঘোরান। মহাখালী, বনানী, বিমানবন্দর সড়ক ও উত্তরার দিয়াবাড়ি হয়ে হেমায়েতপুর পর্যন্ত গাড়ি চালানো হয়। পরে আবার দারুস সালাম হয়ে পরিকল্পনা কমিশনে ফিরে আসেন।

পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আখতার জানান, চালক মাদকাসক্ত ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। শেরেবাংলা নগর থানায় চালকের বিরুদ্ধে অপহরণের মামলা করার প্রস্তুতি চলছে।

মাকসুদা হোসেন জানান, গাড়ি জিম্মি করে তাকে ঘোরানোর প্রয়োজন ছিল না এবং এতে তার মানসিকভাবে ভেঙে পড়ার অবস্থা সৃষ্টি হয়েছে।