
ফাইল ছবি
দ্বিপাক্ষিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরও এক মাস বৃদ্ধি করেছে পাকিস্তান। এর ফলে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ভারতীয় মালিকানাধীন, পরিচালিত ও ভাড়া করা সব ধরনের বিমানের জন্য বন্ধ থাকবে।
বুধবার (১৪ ডিসেম্বর) পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) এক নোটিশে এই সিদ্ধান্তের বিষয়টি জানায়। নোটিশে বলা হয়, নিষেধাজ্ঞা আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এটি সামরিক উড্ডয়নসহ সমস্ত ভারতীয় বিমানের ক্ষেত্রেই প্রযোজ্য।
জিও নিউজের খবরে বলা হয়েছে, গত মে মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর থেকে ভারত–পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। হামলার পর গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করলে নয়াদিল্লির সিদ্ধান্তের জবাবে পাকিস্তান আট মাস আগে প্রথমবারের মতো আকাশসীমা বন্ধ করে দেয় ভারতীয় উড়োজাহাজের জন্য। পাকিস্তানের এই সিদ্ধান্তের পর ভারতও গত ৩০ এপ্রিল পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।
খবরে আরও বলা হয়েছে, পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে বেশ কয়েকটি শহরে অভিযান চালায়। জবাবে পাকিস্তানের সামরিক বাহিনীও বিভিন্ন অঞ্চলে ভারতীয় লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালানোর দাবি করে। পাকিস্তান তিনটি রাফায়েলসহ সাতটি ভারতীয় যুদ্ধবিমান এবং বহু ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে।
৮৭ ঘণ্টার সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ মে যুদ্ধবিরতি চুক্তি হয় দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে।








































