বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৭ ডিসেম্বর ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
শেয়ার

নির্বাচন নিয়ে প্রতিবেশী নসিহত করার চেষ্টা করছে: পররাষ্ট্র উপদেষ্টা


Foreign-Affairs-Advisor

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে প্রতিবেশী নসিহত করার চেষ্টা করছে। তবে তা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন কথা বলেনি, তাহলে এখন কেন বলছে?’

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এসময় ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলবের ঘটনা খুবই প্রত্যাশিত বলে মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুবই প্রত্যাশিত। ভারতের সঙ্গে টানাপোড়েন রয়েছে। এর ফলে টানাপোড়েনে নতুন মাত্রা যুক্ত হলো কিনা ভেবে দেখা হয়নি।’

এমন বাস্তবতায় ভারতে বাংলাদেশ মিশনের আকার ছোট করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেরকমটা এখনো ভাবছে না সরকার। তবে প্রয়োজনে তা করা হবে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থামাতে না চাইলে ঢাকা তাকে থামাতে পারবে না।