শুক্রবার । ডিসেম্বর ১২, ২০২৫
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ৬ ডিসেম্বর ২০২৫, ৪:২০ অপরাহ্ন
শেয়ার

আলোকিতে জামদানি থিমে ‘আর্কা ফ্যাশন উইক ২০২৫’


Arka Fashion week

আর্কা ফ্যাশন উইকের চতুর্থ আসর চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত

রাজধানী ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টার এখন ফ্যাশনপ্রেমী, সৃজনশীল উদ্যোক্তা আর সংস্কৃতিমনা মানুষদের সবচেয়ে ‘হ্যাপেনিং প্লেস’। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আর্কা ফ্যাশন উইকের চতুর্থ আসর, যা চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১১টা পর্যন্ত। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানিকে কেন্দ্র করে সাজানো এবারের উৎসব ফ্যাশন শো, কনসার্ট, মার্কেটপ্লেস ও তরুণ সৃজনশীলতার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়েছে।

এবারের আর্কা ফ্যাশন উইকের মূল থিম বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য জামদানি। ভেন্যুর প্রতিটি কোণেই ফুটিয়ে তোলা হয়েছে জামদানির বিভিন্ন মোটিফ, গল্প ও কারুশিল্পের শেকড় থেকে উঠে আসা নকশার ছাপ, যা আয়োজনকে দিয়েছে এক ভিন্ন মাত্রা।

Arka Fashion week 4

আলোকি কনভেনশন সেন্টারের মার্কেটপ্লেসটি বরাবরের মতোই ক্রেতা-দর্শকদের প্রধান আকর্ষণ। কাচের ছাদ দেওয়া গ্রিনহাউসেও বসেছে মার্কেটপ্লেস। দেশীয় অনলাইনভিত্তিক সৃজনশীল ব্র্যান্ড, তরুণ উদ্যোক্তা ও কারুশিল্পীরা নিজেদের কাজ তুলে ধরেছেন এখানে। পোশাক, গয়না, টোট ব্যাগ, সানগ্লাস, ঘর সাজানোর সামগ্রী, তৈজসপত্র—সব মিলিয়ে ভেন্যু বৈচিত্র্যময়। রয়েছে আরও বৈচিত্র্যময় ব্র্যান্ড—অ্যাক্রিলিক গিক, ফ্ল্যাপি ক্লাউডস, মুজার চর, অংকন, লাবিবাজ, ইঙ্ক পার্ক ট্যাটু স্টুডিও, ব্যাড গার্ল নেশন, বিডরাইট ব্যাক, আনিকো, হ্যান্ডমেডইভা, স্যাফায়ার জুয়েলস, বিমূর্ত, সো কল্ড আর্টিস্ট, ডালিম অ্যান্ড কো, গ্লুড টুগেদার, ট্যারোটেল, সুহা জুয়েলারি, ঢেউ, ঢাকা ওয়েস্ট কালেকটিভ, স্পার্কলিং বাই তানু। এখানে ট্যাটু থেকে শুরু করে রিসাইকেল পণ্য, কাস্টমাইজড ব্যাগ ও বিভিন্ন সৃজনশীল সামগ্রি পাওয়া যাচ্ছে।

এছাড়াও বাইরের মার্কেটপ্লেসে রয়েছে আমি ঢাকা, ডেয়ারিং, লিলিথ, ইন্টে ব্লু, জুরাহ, ডানিয়া, সত্তা, অ্যাডর্ন অ্যান্ড কো, ডেইজিস ডেইজ, বসফরাস, বুড়ি, হাইপ টাউন, কেইভো, হুইমসি, কল্পতরু, প্রিন্টিং মেমোরিজ, স্ন্যাপকিপ, এলাকা, ফোমো, আর্ট ফর ব্র্যাক সিল্ক, আজরা কালেকটিভ, মালবেরি, মানালা সাসা, জুস, ট্যাড, অরা, ডেনিম শেনিম, লিভিং ব্লু, লোলা হোয়াইটসহ অসংখ্য ব্র্যান্ড।

Arka Fashion week 3

এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ হলো আর্টিসান অ্যাট ওয়ার্ক। দর্শকদের সামনেই আড়ংয়ের ছয়জন কারিগর হাতেকলমে তৈরি করছেন সূচিশিল্প, ব্লক প্রিন্টিং, বয়ন, নিডলওয়ার্কসহ নানা ঐতিহ্যবাহী কাজ। দর্শনার্থীরা সরাসরি শিল্পের সূক্ষ্মতা ও সৌন্দর্য দেখার সুযোগ পাচ্ছেন।

মূল হলে প্রতিদিন আয়োজিত হচ্ছে ফ্যাশন শো ও কনসার্ট। দোতলায় নানা রকমের খাবারের স্টল নিয়ে সাজানো হয়েছে জমজমাট ফুড জোন। ওয়াফল আপ, অ্যারাবিকা, জাস্ট জুস, কড়া ফ্রাই, শর্মা দামাস্কো, টেকআউট, চোখ, গ্র্যাব আ র্যাপসহ অনেক জনপ্রিয় ব্র্যান্ডের ওয়াফল, কুকিজ, ডেজার্ট, শর্মা, কফি, জুস সবই মিলছে এখানে।

প্রতিদিন নতুন থিমে ফ্যাশন শো
প্রথম দিন (শুক্রবার, ৫ ডিসেম্বর): ‘মডার্ন’ থিমে ফ্যাশন রানওয়েতে অংশ নেয় পৌষ, কাঁঠাল, ডানিয়া, রানাউ, গ্রীষ্ম, রয়েল বাংলা কতুরসহ কয়েকটি ব্র্যান্ড।
দ্বিতীয় দিন (শনিবার, ৬ ডিসেম্বর): আজকের থিম হলো ‘হেরিটেজ’ (ঐতিহ্য)।
তৃতীয় দিন (রবিবার, ৭ ডিসেম্বর): শেষ দিনের থিম ‘সাস্টেইনেবলিটি’।

Arka Fashion week 2

প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে দর্শকদের জন্য থাকছে কনসার্ট। টিকিট কেটে যে কেউ উপভোগ করতে পারবে পছন্দের এই আয়োজন।

আর্কা ফ্যাশন উইক ২০২৫ স্থানীয় ফ্যাশন, তরুণ সৃজনশীলতা আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন ঘটিয়েছে। ৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে এই ফ্যাশনের উৎসবের দুয়ার।