বিগত কয়েক বছরে, বাংলাদেশে কোরিয়ান স্কিনকেয়ারের শীর্ষ ব্র্যান্ডগুলোর উত্থান দেখার মতো। গুণগত মান এবং উদ্ভাবনের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে তৈরি করা এই ব্র্যান্ডগুলোকে, বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।
কোরিয়ান স্কিনকেয়ার ত্বকের সৌন্দর্যের চেয়ে বেশি; একটি রুটিনের মাধ্যমে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বক অর্জনের উপর গুরুত্ব দেয়। ডাবল ক্লিনজিং থেকে শুরু করে শিট মাস্ক এবং এসেন্স পর্যন্ত, কোরিয়ান স্কিনকেয়ার পণ্যগুলো হাইড্রেশন, উজ্জ্বলতা এবং ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের উপর জোর দেয়।
প্রত্যেকটি ব্র্যান্ডের রয়েছে নিজস্ব বিশেষত্ব। তা হতে পারে একটি বিশেষ পণ্য, বিশেষ বৈশিষ্ট্য, নতুন উদ্ভাবন অথবা ত্বকের নির্দিষ্ট ধরন বা চাহিদার উপর দৃষ্টি রেখে তৈরি করা পণ্য। হাজারও ব্র্যান্ডের মাঝে, জিফোরস (Gfors), কসেরেক্স (Cosrx), কস দে বাহা (Cos De Baha), বিউটি অফ জোসেওন (Beauty of Joseon) এবং মিশার (Misha) মতো ব্র্যান্ডগুলো অভিনব উপাদান এবং ফর্মুলেশন দিয়ে বাংলাদেশে তাদের চাহিদা ধরে রেখেছে।
১. জিফোরস (GFORS)
জিফোরস একটি স্বাস্থ্যকর স্কিনকেয়ার ব্র্যান্ড। এটি প্রাকৃতিক উপাদান দিয়ে সঠিক উপায়ে তৈরি পণ্য দিয়ে ত্বকের অবস্থা অনুযায়ী সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করছে। প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপদ ত্বক এবং সুখী জীবন-জিফোরসের মূল মন্ত্র। প্রতিনিয়ত স্কিনকেয়ার ব্র্যান্ডে উদ্ভাবন ঘটছে। নতুন ফর্মুলা এবং উপাদানগুলোর পরিপ্রেক্ষিত ও মানের দিক থেকে; উপযুক্ত পণ্যগুলো আপনার দোরগোড়ায় নিয়ে আসা জিফোরসের লক্ষ্য।

জিফোরস এই বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়েছিল যে, আপনার ত্বকের জন্য উপযোগী উপাদান সম্পর্কে সঠিক তথ্য, আপনাকে আরও ভাল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। জিফোরস বিশ্বাস করে যে, আপনি আপনার ত্বক সম্পর্কে যত জানবেন, ততই আপনি সেরা সিদ্ধান্ত নিতে পারবেন। ত্বকের যত্নের ক্ষেত্রে তারাও সেই কাজ করছে। নিরাপদ এবং নির্ভরযোগ্য প্রাকৃতিক স্কিন কেয়ার পণ্য বাংলাদেশের ক্রেতাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য জিফোরস যথাসাধ্য চেষ্টা করছে।
ব্রণের সমস্যা দূর করতে তাদের রয়েছে স্যালিসাইলিক এসিড সমৃদ্ধ ক্লিনজার, ইনটেনস কেয়ারের জন্য স্নেইল মিউসিন ময়েশ্চারাইজিং ক্রিম ও সিরাম, এসপিএফ ৫০ যুক্ত লাইটওয়েট সানস্ক্রিন ক্রিম, টোনার, ভিটামিন সমৃদ্ধ ক্রিম ইত্যাদি। এছাড়া চটজলদি তৈরি হতে রয়েছে টোন আপ সানস্ক্রিন, ত্বকের বিশেষ সমস্যা দূর করতে ক্রিম, প্রতিদিন ব্যবহার করা যায় এমন ক্লিনজার, এন্টি এজিং ক্রিম ইত্যাদি। তাছাড়া তাদের ওয়েবসাইটে প্রকাশিত ব্লগে রয়েছে ত্বকের যত্ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। বিশেষ করে, স্কিন কেয়ার প্রোডাক্টে ব্যবহৃত বিভিন্ন উপাদান দিয়ে আলোচনা, আপনাকে সঠিক পণ্য বাছাইয়ে সাহায্য করবে।
জিফোরসের প্রতিষ্ঠাতা সারওয়ার কামাল। স্কলারশিপ নিয়ে সিউলে পড়ার অভিজ্ঞতা, তাকে নিজ থেকে কিছু করার অনুপ্রেরণা দেয়। জিফোরসকে একটি লাইফস্টাইল ব্র্যান্ড হিসাবে তৈরি করার জন্য তিনি এবং তার টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আবহাওয়া, ত্বকের ধরন এবং সমস্যাকে গুরুত্ব দিয়েই তিনি একেকটি পণ্য তৈরি করছেন।
২. কসেরেক্স (Cosrx)

কসেরেক্স মূলত সহজ এবং কার্যকর প্রোডাক্ট তৈরিতে বিশ্বাসী। সংবেদনশীল ত্বকের জন্য এটি ব্যাপক জনপ্রিয়। ব্রণের সমস্যা দূর করতে তাদের স্যালিসাইলিক এসিড ক্লিনজার, প্রতিদিন ব্যবহার উপযোগী জেন্টেল ক্লিনজার, এএইচএ/বিএইচএ (AHA/BHA) টোনারের চাহিদা থাকে সবসময়। তাদের বিশেষ স্নেইল মিউসিন এসেন্স, উজ্জ্বল ত্বকের জন্য ডুয়েল এসেন্স এবং ময়েশ্চারাইজিং ক্রিম, ভিটামিন সি সিরাম, পোর এবং ব্রণের দাগ দূর করতে নিয়াসিনামাইড সিরাম বর্তমানে তুমুল জনপ্রিয়।
৩. বিউটি অফ জোসেওন (Beauty of Joseon)
জোসেওন রাজবংশের ত্বকের যত্নের প্রাচীন ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করাই এই ব্র্যান্ডের মূল লক্ষ্য। পুরানো রেসিপি এবং উপাদান ব্যবহার করে, বর্তমান সময়ের ত্বকের জন্য উপযোগী পণ্য তৈরি করে যাচ্ছে তারা। তাদের ক্লিনজিং অয়েল, ক্লিনজার, জিনজার এসেন্স, রাইস এবং প্রোবায়োটিক সানস্ক্রিন, ময়েশ্চারাইজিং ক্রিম, আই ক্রিম, বিভিন্ন সিরাম, ক্লে মাস্ক বর্তমানে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় প্রোডাক্ট। মোট কথা, কোরিয়ান স্কিন কেয়ার রুটিনের জন্য প্রয়োজনীয় সব পণ্যই তাদের রয়েছে এবং সমান জনপ্রিয়।
৪. মিশা (Misha)
মিশা কোরিয়ান ঐতিহ্য এবং প্রজ্ঞাকে আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করেছে। তাদের সানস্ক্রিন এবং সানব্লক সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে বিশেষভাবে কার্যকর। বিভিন্ন রকম ত্বকে উপযোগী করে তাদের সানস্ক্রিন তৈরি করা হয়েছে। তাছাড়া, তাদের শিট মাস্ক, সিরাম, ফেস প্যাক, ক্লিনজার, বিবি এবং সিসি ক্রিম ইত্যাদিও জনপ্রিয়।
৫. কস দে বাহা (Cos De Baha)

কস দে বাহা মূলত ব্ল্যাকহেড, হোয়াইটহেড দূর করতে ব্যবহৃত টোনারের জন্য পরিচিত। এর স্যালিসাইলিক এসিড সমৃদ্ধ সিরাম ব্রণের দাগ দূর করতে বিশেষ ভাবে কার্যকর। তাছাড়া, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, দাগ দূর করতে, সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে রয়েছে বিভিন্ন ধরনের সিরাম।
কে-পপ, কোরিয়ান ড্রামা এদেশে কোরিয়ান সংস্কৃতি, ঐতিহ্য মোট কথা তাদের লাইফস্টাইলের অনেক কিছুই জনপ্রিয় করে তুলেছে। কোরিয়ানরা তাদের স্কিনকেয়ারকে প্রতিদিনের রুটিনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে মনে করে। তাই, নিত্য নতুন আবিষ্কার এবং পণ্যের ছড়াছড়ি। স্কিনকেয়ার এখন শুধু ত্বকের রং ফর্সা করা নয়, বরং সম্পূর্ণ যত্ন এবং স্বাস্থ্যকর ত্বক প্রাপ্তির মাধ্যম। এত কিছুর মাঝে নিজস্বতা আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই, উল্লিখিত বিশেষ ব্র্যান্ডগুলো তাদের স্থান ধরে রেখেছে।