শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৯ ডিসেম্বর ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
শেয়ার

বিবিসিকে মির্জা ফখরুল

মব-হামলা-ভাঙচুর দেশকে অস্থিতিশীল করার ব্লু প্রিন্টের অংশ


Mirza Fokhrul

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে মব তৈরি করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের একটা অংশ বলে মনে করছেন।

এসব কর্মকাণ্ডেরা মাধ্যমে বাংলাদেশে “উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা” করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

বিএনপি ওসমান হাদিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায় উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে “মব, হামলা, ভাঙচুর এগুলো একটা ব্লু প্রিন্টের অংশ বলেই আমরা মনে করি”।

মির্জ ফখরুল বলেন, “তবে বাংলাদেশে জোর করে চাপিয়ে, মব সৃষ্টি করে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের উদার সংস্কৃতিতে এটা সম্ভব না”।

এসব সহিংসতাকে “নির্বাচন ঠেকানোর অপচেষ্টা” বলেও বিএনপি মনে করছে বলে জানান মির্জা ফখরুল।