
সম্প্রতি ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কিছু বক্তব্যের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়ানোর অপচেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বিষয়টিকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সুপরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরীফ ওসমান হাদির ওপর হামলা এবং হামলাকারীদের প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার ঘটনায় দেশের মানুষ ক্ষুব্ধ। এ ঘটনায় ভারতের ভূমিকা নিয়ে জনপরিসরে সমালোচনা বাড়ছে।
জুবায়ের অভিযোগ করেন, এই পরিস্থিতিতে অনলাইন পরিসরে ভারতবিরোধী কিছু বক্তব্যের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ভারতের আচরণ ও বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত শুরু থেকেই নিন্দা জানিয়ে আসছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত বাংলাদেশে প্রত্যার্পণের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, যেকোনো দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে জামায়াতে ইসলামী আপসহীন অবস্থানে রয়েছে। কোনো দেশের অখণ্ডতা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের সঙ্গে জামায়াত বা ছাত্রশিবিরকে জড়ানোর চেষ্টা বন্ধ করার আহ্বান জানান জুবায়ের।
বিবৃতিতে আরও বলা হয়, ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি জামায়াত শ্রদ্ধাশীল ছিল এবং তা ভবিষ্যতেও থাকবে। দেশের জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও জাতীয় স্বার্থ রক্ষায় দলের অবস্থান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।



































