
ব্রিফিংয়ে বিভিন্ন দেশের প্রায় ৪০ জন কূটনীতিক অংশ নেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নেওয়া প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকার বিদেশি দূতাবাসগুলোকে আশ্বস্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন ঘিরে সরকারের হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, নির্বাচন কমিশন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে।
এ সময় কূটনীতিকদের জানানো হয়, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
এ ছাড়া ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে পূর্ণ আশ্বাস দেওয়া হয়। ব্রিফিংয়ে বিভিন্ন দেশের প্রায় ৪০ জন কূটনীতিক অংশ নেন।




































