বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৮ ডিসেম্বর ২০২৫, ৯:২৫ অপরাহ্ন
শেয়ার

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প


Earthquake

ফাইল ছবি

তাইওয়ানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রয়টার্সের খবরে জানানো হয়, হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। ধাক্কায় রাজধানী তাইপেইতেও কিছুক্ষণ ভবন কেঁপে ওঠে।

আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩১.৬ কিলোমিটার নিচে। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় এই দ্বীপরাষ্ট্রে মাঝেমধ্যেই ভূমিকম্প ঘটে।

এর আগে ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারান দুই হাজারেরও বেশি মানুষ।