
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশের মোট বা গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার, যা বেড়ে এখন ৩২ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৭ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আগের হিসাব অনুযায়ী এই পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
এর আগে গত ৯ নভেম্বর আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তিব্যবস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর দেশের গ্রস রিজার্ভ নেমে আসে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মে-জুন মেয়াদের আমদানি ব্যয়ের বিপরীতে বাংলাদেশ জুলাই মাসে আকুকে ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল, যা সে সময় পর্যন্ত সর্বোচ্চ বিল ছিল। পরবর্তী সময়ে ২০২৩ সালজুড়ে দ্বিমাসিক আকুর বিল কমে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে আবার বিলের পরিমাণ বাড়তে শুরু করে। চলতি বছরের মে-জুন মেয়াদে আকুর বিল প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে রিজার্ভের এই বৃদ্ধি দেশের বৈদেশিক লেনদেন ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরিয়েছে, যদিও আইএমএফের মানদণ্ড অনুযায়ী রিজার্ভের অবস্থান এখনও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের মধ্যে রয়েছে।





































