
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। তার আগে ভক্তদের জন্য বড় রোমাঞ্চের খবর—আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। বিশ্ব ট্রফির এ ট্যুরের পৃষ্ঠপোষকতায় থাকবে কোকা-কোলা।
এর আগে কাতার বিশ্বকাপের প্রাক্কালে ট্রফি বাংলাদেশ সফর করেছিল। এছাড়া ২০০২ ও ২০১৩ সালেও বিশ্বকাপ ট্রফি দেশে এসেছিল।
ট্যুর নিয়ে কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, ট্রফি ট্যুর ভক্তদের খেলাটির আরও কাছে নিয়ে আসে এবং ফুটবলের আবেগকে ছড়িয়ে দেয়। আর ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই জানান, ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি ক্রীড়া জগতের সর্বোচ্চ প্রতীকেরূপে বিবেচিত। কোকা-কোলার সঙ্গে দীর্ঘ দুই দশকের অংশীদারিত্ব উদযাপনেই এবারের ট্রফি ট্যুর আরও বিশেষ হয়ে উঠেছে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ট্রফি দেখার সুযোগ করে দিতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এতে ভক্তরা ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে কিউআর কোড স্ক্যান করে বিশ্বকাপ ট্রফি দেখার টিকিট জেতার সুযোগ পাবেন। আগামী ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতি ঘণ্টায় সঠিক উত্তরদাতারা টিকিট জিততে পারবেন; প্রতি ৯০ মিনিটে থাকবে নতুন করে জেতার সম্ভাবনা।
বিশ্ব ফুটবলের মহাতম প্রতীকটি যখন আবার আসছে বাংলাদেশে, তখন দেশের ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকলেন নতুন উত্তেজনা, নতুন অভিজ্ঞতার।







































