শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ ডিসেম্বর ২০২৫, ৯:১৩ পূর্বাহ্ন
শেয়ার

ওসমান হাদির মৃত্যুতে উত্তেজনা, সংযমের আহ্বান ডিএমপি কমিশনারের


DMP-Commissioner

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে রাজধানীতে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। একই সঙ্গে হাদির ওপর গুলির ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কমিশনার বলেন, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। মাঠপর্যায়ে আমাদের সদস্যরা কাজ করছেন।”

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “ধৈর্য ধরুন। এই হত্যাকাণ্ডের প্রতিটি বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। মৃত্যুসংবাদ ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নেওয়ার সময় মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।