
ঢাকার স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারত পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত তাঁদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
গত শুক্রবার মতিঝিলে নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে শরিফ ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে তদন্তে জানা যায়, মোটরসাইকেলের পেছন থেকে গুলি করেন প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। ঘটনার পর তিনি সহযোগীর সঙ্গে সড়কপথে ময়মনসিংহ হয়ে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন বলে জানায় পুলিশ।
সীমান্ত পার হওয়ার ক্ষেত্রে সহায়তা দেওয়ার অভিযোগেই সিবিয়ন ও সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। আদালতে রিমান্ড আবেদনে পুলিশ জানায়, অবৈধ পথে লোকজন ও পণ্য পারাপারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি হত্যাচেষ্টার পরিকল্পনাকারী, অস্ত্রের উৎস, মদদদাতা এবং অন্যান্য জড়িতদের খুঁজে বের করতে তাঁদের জিজ্ঞাসাবাদ জরুরি।
শুনানি শেষে আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।







































