শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৯ ডিসেম্বর ২০২৫, ৬:৪৮ পূর্বাহ্ন
শেয়ার

শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা


Osman-Hadi

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে মরদেহ নিয়ে দেশের উদ্দেশে রওনা দেবে।

এর আগে শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, মরদেহ পৌঁছানোর পর শনিবার বাংলাদেশে দ্বিতীয় জানাজার আয়োজন করা হবে। বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা হবে বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া, ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে থেকও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাটারিচালিত রিকশায় থাকা হাদিকে গুলি করে দুর্বৃত্ত। মাথায় গুলি লেগে তিনি গুরুতর আহত হন হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর সংকটাপন্ন অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নেওয়া হয়।