Search
Close this search box.
Search
Close this search box.

ওয়ালটনের উদ্যোগে ঝকঝকে পুরো বিমানবন্দর

walton-airportদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগে বৃহস্পতিবার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় ।

ওয়ালটনকর্মীদের এই কার্যক্রমে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিমানবন্দরে নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কর্মকর্তারাও। কার্যক্রমে যোগ দেন বিমানবন্দরের পরিচ্ছন্নতাকর্মীরাও। সমন্বিত এই প্রয়াসে বৃহস্পতিবার সকালে পুরো বিমানবন্দর এলাকা হয় ঝকঝকে-তকতকে। কোথাও পড়ে থাকা একটি কাগজের টুকরোই তুলে ফেলা হয় বিনে। এর মধ্য দিয়ে দর্শণার্থী এবং অন্যদেরও বিমানবন্দর পরিচ্ছন্ন করতে এবং রাখতে উৎসাহিত করা হয়।

chardike-ad

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রাশিদুল ইসলাম খান বলেন, ‘এ ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে দেশের অন্যান্য বড় বড় প্রতিষ্ঠানগুলোরও এগিয়ে আসা ‍উচিত। এক্ষেত্রে ওয়ালটন বরাবরই উৎসাহ দিয়ে আসছে, ভূমিকা রেখে আসছে। আমরা এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানাই।’

অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এসএম জাহিদ হাসান বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়ে ধর্মে বলা আছে। সব ধর্মই বিষয়টিকে গুরুত্ব দেয়। এমনকি আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই। তাই আমাদের নিজেদের স্বার্থেই এই শহরকে পরিষ্কার রাখার কাজে আমাদের এগিয়ে আসা উচিত।’

তিনি বলেন, ‘আমরা (ওয়ালটন) শুধু ব্যবসায়িক মনোভাব নয়, সমাজের মানুষের উন্নয়নে ও সমাজে সচেতনতা বাড়নোর লক্ষ্যেও কাজ করে থাকি। এ কার্যক্রম তারই ধারাবাহিকতা মাত্র।’ এই কর্মকর্তা আরো বলেন, ‘আপনি পরিষ্কার থাকুন, অপরকেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করুন।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার শরিফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ইনটেলিজেন্স) আবদুর রহমান, ডিউটি অফিসার মোহাম্মদ আবদুল লতিফ, সিভিল এভিয়েশন, এপিবিএন, বিমান সংস্থার কর্মকর্তা ও ব্যবসায়ীরা।