বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ জুলাই ২০২৫, ৮:২০ অপরাহ্ন
শেয়ার

নৌকা থাকছে, ঢুকছে না শাপলা


Election Commissionআওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির প্রতীক ‘নৌকা’কে নির্বাচনী তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি নিজেদের জন্য ‘শাপলা’ প্রতীক বরাদ্দের আবেদন জানিয়েছে দলটি।

তবে নির্বাচন কমিশন (ইসি) এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। রোববার (১৩ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও নৌকা প্রতীক আপাতত তফসিল থেকে বাদ দেওয়া হচ্ছে না। কারণ প্রতীকগুলো নির্বাচন কমিশনের সংরক্ষিত এবং কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে, তবে যেহেতু ‘শাপলা’ নির্বাচন কমিশনের তফসিলে নেই, সেহেতু এখনই তা অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরবর্তীতে নিবন্ধিত হলে বিষয়টি পুনরায় বিবেচনা করা যেতে পারে।

রোববার দুপুরে এনসিপির প্রতিনিধিদল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানায়। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

সিইসির সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপির জহিরুল ইসলাম মূসা বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকাবস্থায় নৌকা তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আমরা এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকা প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনি বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, তাহলে রাজনৈতিকভাবে আমরা লড়াই করবো। পাশাপাশি বর্তমান ইসি পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।